গাজার নুসাইরাত শরণার্থীশিবিরে ৮ জুন অভিযানের সময় ইসরায়েলের সেনাবাহিনী কমপক্ষে ২৭৪ জন ফিলিস্তিনিকে হত্যা করে। আহত করে ৭০০ জনের বেশি ফিলিস্তিনিকে।
সংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এ গণহত্যায় যথারীতি দায়সারাগোছের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল সর্বশেষ ইসরায়েলি ‘বেসামরিক গণহত্যার’ নিন্দা জানিয়ে বলেন, ‘এই রক্তস্নান অবশ্যই দ্রুত বন্ধ করতে হবে।’