চাঁদের মালিক কে

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ২১:৫৬

চাঁদের মালিক কে? প্রশ্নের উত্তরে দুটি সর্বজনীন উত্তর আছে। চাঁদে এক বুড়ি আছেন, যিনি চরকায় সুতা কাটেন। তিনি যেহেতু চাঁদে থাকেন, তাই চাঁদের মালিক চাঁদের বুড়ি। আবার অনেক কবিতায় চাঁদের উপস্থিতি অনেক বেশি থাকে বলে কবিরাই চাঁদের মালিক বলে দাবি করেন। বাস্তবে চাঁদের মালিকানা নিয়ে আছে অনেক বাতচিৎ। চলতি সপ্তাহে চাঁদের বুকে চীন তার লাল পতাকা উড়িয়েছে। চাঁদ থেকে নমুনা আনার পরীক্ষায় পাস করেছে চীন। এক বছর ধরে চাঁদ নিয়ে ভারত ও জাপানেরও অভিযান দেখা যায়। এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইনটুইটিভ মেশিনস প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে চাঁদে একটি ল্যান্ডার স্থাপন করে।


মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) চাঁদে আর্টেমিস মহাকাশচারীদের মাধ্যমে ২০২৬ সালে অবতরণ করতে চায়। চীন বলেছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে তারা। শুধু তা–ই নয়, চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার পরিকল্পনা রয়েছে চীনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us