৩ ম্যাচে ব্যর্থ কোহলি, যা বললেন গাভাস্কার-কাইফ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ২০:০০

দুর্দান্ত আইপিএল মৌসুম শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে সর্বোচ্চ রানসংগ্রাহক বিশ্বকাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। তিন ম্যাচে মোটে ৫ রান করেছেন কোহলি। স্বাভাবিকভাবেই এই সময়ে সমালোচনা করার কথা সুনীল গাভাস্কারের। আইপিএল চলাকালে ভারতীয় ব্যাটারের স্ট্রাইকরেট নিয়ে কড়া সমালোচনা করা এই কিংবদন্তি এবার উল্টো কাজই করলেন।


তিন ম্যাচে রান না পেলেও, কোহলির ওপর বিশ্বাস রাখতে বলেছেন গাভাস্কার। অন্যদিকে, সমালোচনা না করলেও, আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বললেন কোহলিকে তিন নম্বরে ব্যাটিংয়ে নামতে। একইসঙ্গে ওপেনিংয়ে তিনি দেখতে চান ঋষভ পান্তকে। পান্ত ভারতের বিশ্বকাপ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। গতকালের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোহলি গোল্ডেন ডাক নিয়ে ফিরেছিলেন। আগের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১ ও ৪ রান করেন এই তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us