নিউইয়র্কে কানাডাকে গতকাল ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান তোলে কানাডা, পাকিস্তান সেটি পেরিয়ে যায় ১৫ বল ও ৭ উইকেট বাকি রেখে। পাকিস্তান যদি এই রান ১৩.৫ ওভারের মধ্যে তাড়া করতে পারত, তাহলে রান রেটে ছাড়িয়ে যেত যুক্তরাষ্ট্রকে।
তবে সেটা তারা করতে পারেনি। কেন দ্রুত রান তোলার ঝুঁকি পাকিস্তান নেয়নি, সেই কারণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে বাবরের ব্যাখ্যাতে বোধ হয় সন্তুষ্ট নন আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক। দুজনেই মনে করেন কানাডার বিপক্ষে পাকিস্তান আরও দ্রুত তাড়া করতে পারত।