দেশের স্কুলগুলোতে কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। সরকারের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এ দফায় টানা তিন সপ্তাহের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
সাধারণত জুন মাসে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ে যাওয়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়েছে।
১৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপন হবে। ছুটির তালিকা অনুযায়ী, এবার ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলবে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত।