আসছে ঈদে আবারও দর্শকদের মাঝে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। এবারে এটিএন বাংলায় ২টি সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। সংগীতের প্রতি তার রয়েছে সীমাহীন ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান।