২০২২ সালে ফেসবুক মেসেঞ্জারে কমিউনিটি চ্যাটস চালু করে মেটা। কমিউনিটি চ্যাট ব্যবহার করে ফেসবুকের নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার কমিউনিটিজ নামে আলাদা একটি সুবিধা আনতে কাজ করছে মেটা। কমিউনিটি চ্যাট ও কমিউনিটিজের মধ্যে পার্থক্য রয়েছে। কমিউনিটি চ্যাটে ফেসবুকের নির্দিষ্ট গ্রুপের সদস্য হওয়ার শর্ত থাকলেও কমিউনিটিজে ফেসবুক গ্রুপে যুক্ত না হয়েও যোগাযোগ করা যাবে।
মেসেঞ্জারের কমিউনিটিজ সুবিধাটি হোয়াটসঅ্যাপের মতোই হবে। ২০২২ সালে হোয়াটসঅ্যাপে কমিউনিটিজ চালু করা হয়। মেসেঞ্জারের কমিউনিটিজ সুবিধা ব্যবহারের ফলে ফেসবুক গ্রুপের সদস্য না হয়েও পরস্পরের সঙ্গে যোগাযোগ করা যাবে। অনেক গ্রুপ চ্যাটকে একটি কমিউনিটিতে রাখা যাবে। প্রতিটি কমিউনিটিতে হোম নামে একটি জায়গা থাকবে, যেখানে কমিউনিটি প্রশাসকেরা যেকোনো হালনাগাদ তথ্য প্রকাশ করতে পারবেন। কমিউনিটিজে থাকা গ্রুপ চ্যাট ছাড়াও আমন্ত্রণ জানানোর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে যুক্ত করা যাবে। একটি কমিউনিটিজে সর্বোচ্চ পাঁচ হাজার ব্যবহারকারী যুক্ত থাকতে পারবেন।