শিক্ষাব্যবস্থার পরিবর্তন হোক দূরদৃষ্টির আলোকে

যুগান্তর ড. হাসনান আহমেদ প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৪

স্বাধীনতাযুদ্ধের পর থেকেই বেশ কয়েকবার পাঠ্যক্রম পরিবর্তন হতে দেখলাম। আবারও পরিবর্তন শুরু হয়েছে শুনছি। পাঠ্যক্রম যখন তৈরি হয়, প্রণেতারা ভালো ভালো কথা বলেন; শুনতে বেশ ভালোই লাগে। যেন গাছে পাকা হালকা লাল রঙের টসটসে আম উদ্দাম বাতাসের দোলায় দোল খাচ্ছে; ভাবি, এ বুঝি পড়ল! কুড়িয়ে পাওয়া মাত্র রসনা তৃপ্ত করব। কিন্তু কপালের ফের, বাতাসে ‘নড়ে বড়সড়ো, বোঁটা শক্ত বড়’।


রসনা তৃপ্ত আর হয় না। তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টিবিভ্রম ঘটে। কখনো আগ্রহ হারিয়ে ফেলি। শিক্ষা-উন্নয়ন প্রজেক্টের নামে সরকারের বাজেট বড়; বরাদ্দকৃত সব টাকাই বারবার শেষ হয়ে যায়। বাস্তবে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। বাংলাদেশের উপযোগী শিক্ষাব্যবস্থা এ জনমে আর হয়ে জুটল না। এখন আমার এক পা কবরে। দেশের জন্য উপযোগী শিক্ষা কাঠামো, সিলেবাস তৈরি, শিক্ষার পরিবেশ, শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, উপযুক্ত বাস্তবায়ন, শিক্ষার আন্তর্জাতিক মান দেখে মরার সৌভাগ্য আর হলো না! রবিঠাকুরের কোনো এক ছোটগল্পে ‘পাগলা মেহের’ নামে একটা চরিত্র ছিল। কথায় কথায় সে বলত, ‘বিলকুল ঝুট হ্যায়, বিলকুল ঝুট হ্যায়’। এ দেশের অনেক কাজকর্মে আমারও তা-ই ভাবতে ইচ্ছে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us