যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক এ তালিকায় এবার বিশ্বের ১ হাজার ৫০৩ বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে সূচকের ভিত্তিতে।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে করা এই তালিকায় ভারতের ৩৪টি বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিংয়ের এ তালিকায় প্রতিবেশি ভারত থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। দেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। তিনটির মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় দুটি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি।