লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো বৈঠকে বসছেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) আইনপ্রণেতারা।
শপথগ্রহণের আগে শুক্রবার দিল্লিতে এই বৈঠকে জোটের শরিকদের মধ্যে সরকার গঠনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মোদির জোটের শরিকরা, বিশেষ করে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জনতা দলের (ইউনাইটেড) নজর নিম্নকক্ষে স্পিকার পদের দিকে। আর বিজেপি চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ধরে রাখবে। এগুলো হচ্ছে- পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অর্থ।