‘তুফান’-এর অর্থায়ন ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে অভিযোগ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১২:২৭

ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী, প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। সঙ্গে আছে চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। তুফান বাংলাদেশের সিনেমা হলেও শুটিং হয়েছে ভারতে। দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছিল আগে থেকেই। এবার তুফানের অর্থায়ন ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকেরা। 


সিনেপ্লেক্সে দেশের সিনেমা, হলের মানোন্নয়ন, ঈদের সিনেমাসহ বেশ কিছু বিষয় নিয়ে গত মঙ্গলবার বিএফডিসিতে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতারা। সেখানেই তুফান সিনেমার নির্মাণপ্রক্রিয়া ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন প্রযোজকেরা। প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুফানের বাজেট ৮ থেকে ১০ কোটি টাকা। এখন যদি প্রশ্ন করা হয় ৮ থেকে ১০ কোটি টাকা সেখানে কীভাবে নেওয়া হয়েছে? তারা কি এনবিআরের ছাড়পত্র নিয়েছেন? একজন প্রযোজক হিসেবেও আমি তাহলে জানতে পারব কীভাবে টাকা নেওয়া সম্ভব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us