গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে জনগণের উদ্দেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করে, তাতে ১১টি বিশেষ অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে ছিল দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া।
নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং নতুন সরকারের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন অর্থমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কবল থেকে মানুষকে রক্ষা করা। অর্থনীতির সংকট সামাল দিতে আইএমএফের ঋণের শর্ত মেনে উচ্চ মূল্যস্ফীতি বাগে আনা যথেষ্ট কঠিন।