বাজেটে ইলেক্ট্রনিকস ও প্রযুক্তিপণ্যের ওপর কর বাড়তে পারে, এমন ধারণা থেকে আগেভাগেই কেনাকাটা করছেন অনেক ক্রেতা।
কিছু পণ্যের দাম বেড়েছে এরই মধ্যে, বিক্রেতারাও দাম বাড়ার ‘বার্তাও’ দিচ্ছেন ক্রেতাদেরকে। এই ‘বার্তা’ ক্রেতাদেরকে কিনতে উদ্বুদ্ধ করতে কি না, সে নিয়ে অবশ্য আছে প্রশ্ন।
আগামী ৬ জুন ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণার আগে রাজধানীর গুলিস্তান, স্টেডিয়াম মার্কেট, বিজয় সরণিতে ঘুরে বাজারের এমন একটি চিত্র পাওয়া গেছে।
এবারের বাজেটে কর আহরণের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রিত কর আহরণের লক্ষ্যমাত্রা ৩০ শতাংশের মতো বাড়িয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা করার কথা শোনা যাচ্ছে।