দুয়েকটা চোখের পাপড়ি বা লোম পড়ে যাওয়া স্বাভাবিক। তবে বেশি মাত্রায় পড়তে থাকলে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
এই বিষয়ে নিউ ইয়র্ক’য়ের কস্মেটিক ত্বক-বিশেষজ্ঞ ডা. পল জ্যারোড ফ্র্যাঙ্ক বলেন, “চোখের পাপড়ি ঝরে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে।”
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন, “ভুল পণ্য ব্যবহার করা, মানসিক চাপে থাকা বা নকল পাপড়ি লাগালে ভুলভাবে ওঠানোর সময় এরকম সমস্যা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণও থাকতে পারে।”