বুনো ভালুক দেখলে এমনিতে বেশ ভয়ানক প্রাণী মনে হতে পারে আপনার। মেজাজ খারাপ থাকলে সত্যি এরা বিপজ্জনক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভালুক নাম কামিয়েছে একেবারে বিচিত্র এক কারণে। সেটি মানুষের বাড়িতে ঢুকে মজাদার সব খাবার চুরির জন্য।
সম্প্রতি একটি বাড়িতে তার চুরি করে ঢোকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর যখন জানালা গলে বেরিয়ে আসে, তখন দেখা যায় ভালুকটির মুখে ঝুলছে ওরিও কুকিজের প্যাকেট।