কলকাতার ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুনের পর তাঁর লাশ খণ্ড খণ্ড করে কয়েক টুকরা বাইরে ফেলা হয় এবং কিছু অংশ কমোডে ফ্ল্যাশ করা হয়। বাইরে টুকরাগুলো ফেলেন কলকাতায় গ্রেপ্তার ‘কসাই’ জিহাদ হাওলাদার ও নেপালে পলাতক ভোলার বোরহানউদ্দিনের মো. সিয়াম হোসেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) দেওয়া চিঠিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। ২৫ মের এই চিঠিতে বলা হয়, আনোয়ারুল আজীমকে খুনের পর তাঁর দেহ টুকরা টুকরা করা হয়। মাংসের টুকরাগুলো দুটি টয়লেটের কমোডে ফ্ল্যাশ করা হয়। হাড় ও মাথার টুকরাগুলো একটি লাগেজে ভরে জিহাদ ও সিয়ামকে দেওয়া হয়। তাঁরা ওই টুকরাগুলো কাছাকাছি থাকা বর্জ্য খালে ফেলে দেন।