দেশে গবেষণা ও মান উন্নয়নে খরচ বাড়াতে অর্থনীতিবিদ ও গবেষকেরা প্রতিনিয়ত বলে যাচ্ছেন। সরকারও বিভিন্ন সময়ে এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে। তবে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশের জিডিপির তুলনায় মাথাপিছু গবেষণা ব্যয় এখনো অনেকটা তলানিতে রয়েছে।
বিবিএসের হিসাবে, দেশে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় (জিইআরডি) প্রায় ৬২০ টাকা। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় এই ব্যয় মাত্র শূন্য দশমিক ৩০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদার কথা চিন্তা করেই গবেষণা ও উন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে। তা না হলে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় আমরা বেশ পিছিয়ে থাকব।