ইউক্রেনে যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় বিভিন্ন ব্যবসায়, সম্পদশালী ব্যক্তিদের ওপর বাড়তি কর বসানোর পরিকল্পনা করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন একধরনে প্রগতিশীল আয়কর আরোপের চিন্তা করেছে। এর বাইরে রুশ অর্থ মন্ত্রণালয় করপোরেট মুনাফার ওপর বাড়তি ৫ শতাংশ কর যোগ করতে চাইছে। আগে এই করের পরিমাণ ছিল ২০ শতাংশ। নতুন এই বাড়তি কর যুক্ত হবে ২০২৫ সাল থেকে। বিভিন্ন খনিজ পদার্থ যেমন—লোহা, পটাশ, ফসফেটের ওপরেও বাড়তি শুল্ক যোগ করা হবে।