সমর্থকদের উন্মাদনা ও ভালোবাসা ক্রিকেটারদের জন্য নিরন্তর প্রেরণার উৎস। তবে সেই সমর্থন দলের খারাপ সময়েও দেখতে চান নাজমুল হোসেন শান্ত। সামনে বিশ্বকাপেও যদি দল ভালো করতে না পারে, সেই সময়টাতেও সমর্থকদের পাশে থাকার অনুরোধ আগেই জানিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপের আগেই অবশ্য প্রবল সমালোচনার মুখে আছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজে হারার পর দলকে নিয়ে প্রত্যাশা যেমন কমে গেছে অনেকেরই, তেমনি সামাজিক মাধ্যমে সমালোচনা, ট্রল, তাচ্ছিল্যের ঝড় বইছে।
ক্রিকেট উন্মাদনার এই দেশে যদিও আগ্রহের কমতি নেই। এমনকি যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের দুই ম্যাচে প্রচুর সংখ্যক প্রবাসী সমর্থক মাঠে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সেই সমর্থন নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন শান্ত। তবে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশার প্রতিফলন না পড়লেও যেন সমর্থনের চিত্র পাল্টায় না, সেই আর্তি অধিনায়ক জানালেন বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন ‘গ্রিন-রেড স্টোরি’-তে।