বাংলাদেশে বয়স্ক ও নির্ভরশীল মানুষের সংখ্যা এখনো কম হলেও বিশ্বের অন্যান্য দেশের মতো এ দেশেও বয়স্ক ও নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়বে। ২০২৩ সালের তুলনায় ২০৫০ সালে দেশে বয়স্ক ও নির্ভরশীল মানুষের হার দ্বিগুণের বেশি হবে। তাই বিপুলসংখ্যক মানুষের ভরণপোষণ করতে মানুষের আয় বৃদ্ধি জরুরি।
আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে, বাংলাদেশকে উচ্চ আয়ের দেশ হতে হলে উৎপাদনশীলতা বাড়াতে হবে। আইএলও মনে করে, বাংলাদেশ যদি উৎপাদনশীলতা ৪ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে, তাহলে ২০৫০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারবে। এ ক্ষেত্রে ভারতের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ।