সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নতুন করে ৬ থেকে ৭ লাখ নাগরিককে যুক্ত করার ‘সুখবর’ আসছে নতুন বাজেটে।
ফলে আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণও বাড়তে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
তবে জনপ্রতি ভাতার পরিমাণ বাড়ছে কিনা, মোট কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, তা এই মুহূর্তে প্রকাশ করতে চাননি তিনি।
কর্মকর্তারা বলছেন, আসছে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ প্রায় ১০ হাজার কোটি টাকা বাড়ানো হতে পারে।
চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তার আওতায় ৪৭টি কর্মসূচি বাস্তবায়নের জন্য ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং জিডিপির (৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা) ২ দশমিক ৫২ শতাংশ।