মেট্রোরেল চলাচলে বিঘ্ন হলে কোনো তথ্য দেয় না কর্তৃপক্ষ

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৯:০৯

ঝড়ের হাওয়া বেশ সকাল থেকেই শুরু হয়েছে। অফিসগামী মানুষ, যাঁরা মেট্রোরেলে চড়েন, তাঁরা আজ পড়লেন আরেক বিপদে। স্টেশনে গিয়ে যাত্রীরা দেখেন মেট্রোরেল চলাচল বন্ধ। যদিও পরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে, তবে নিয়মিত বিরতিতে নয়। কিন্তু এই সমস্যার কারণ নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘ সময় মুখে কুলুপ এঁটে ছিল। সমস্যার সমাধানের আগপর্যন্ত কর্তৃপক্ষ ফোন ধরে না, স্টেশনের কর্মীরাও জানেন না কী হয়েছে। তাঁদের এ আচরণ এটাই প্রথম নয়।


এ অবস্থা দেখে মনে হতে পারে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল); অর্থাৎ মেট্রোরেল কর্তৃপক্ষ বেশ গুরুগম্ভীর। কিন্তু তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের সর্বশেষ পোস্টটিতে তা মনে হবে না, তারা রসিক বটে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে তারা খালিজ টাইমসের একটি খবর শেয়ার করেছে। খবরটি ছিল, ‘দুবাই মেট্রোর রেড লাইন দু ঘণ্টা ব্যাহত থাকার পর পুনরায় চালু হয়েছে।’ আমজনতাও কম যান না। একজন সেই পোস্টে  কমেন্ট করেছেন, ‘স্কুলে পরীক্ষায় খারাপ করলে আমিও বাসায় এসে বলতাম ক্লাসের সবাই খারাপ করসে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us