ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে বিদ্যুতের আনুমানিক প্রায় ৮৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘূর্ণিঝড় প্রবণ এলাকার ৩০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পোল বিনষ্ট হয়েছে ২ হাজার ৩৯২টি, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ১ হাজার ৯৮২টি, স্প্যান (তার ছেঁড়া) ৬২ হাজার ৪৫৪টি, ইন্সুলেটর ভাঙা ২১ হাজার ৮৪৮টি, মিটার নষ্ট হয়েছে ৪৬ হাজার ৩১৮টি। এসবের আর্থিক ক্ষতির পরিমান ৭৯ কোটি ২ লাখ টাকা।