চ্যাটিজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবটগুলোকে শিখতে হয় প্রতিনিয়ত। মানুষের মতো চ্যাটজিপিটিরও প্রশিক্ষণের প্রয়োজন হয়। ইন্টারনেটের বিভিন্ন তথ্যভান্ডার থেকে প্রশিক্ষণ নেয় চ্যাটজিপিটি। সেই তথ্যই মানুষের সামনে তুলে ধরে এই চ্যাটবট। এবার সেই প্রশিক্ষণ আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি ওপেনএআই মার্কিন গণমাধ্যম নিউজ কর্পের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।
এই চুক্তির ফলে নিউজ কর্পের সব তথ্যভান্ডার বা ডেটাবেজ থেকে প্রশিক্ষণ নিতে পারবে চ্যাটজিপিটি। এই চুক্তির জন্য ওপেনএআইকে গুনতে হবে ২৫ কোটি মার্কিন ডলার।