শারীরিক জটিলতার কারণে মা হতে পারবেন কি না, এই প্রশ্নই দুই বছর আগে ঘুরেফিরে আসছিল। দেশের চিকিৎসকেরা বলে দিলেন, মা হওয়া নিয়ে অনিশ্চয়তার কথা। নিজেকে সুস্থ রাখতে হবে। ভারতে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। তাঁরাও সাবধানে থাকতে বলেন। শারীরিক অসুস্থতায় যখন মা হওয়ার চিন্তা বাদ দিতে হয়েছে, তখন জানতে পারেন, মা হতে চলেছেন। এমন খবরে যেন নদীর পৃথিবীটাই বদলে যায়।
তাসলিমা হোসেন নদী জানান, দেশের চিকিৎসকেরা তাঁকে জানিয়েছিলেন জরায়ু ক্যানসারে আক্রান্ত তিনি। জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসকেরা বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেন, আপাতত কেমোথেরাপি দেওয়া হবে না তাঁকে।
এই অভিনেত্রী বলেন, ‘যখন আমাকে বলা হলো হয়তো আমি মা নাও হতে পারি। তখন নিজের সুস্থতার কথা বেশি ভাবতে হয়েছে। বাস্তবতা মেনে নিতে হয়েছিল। ধরেই নিয়েছিলাম, মা যদি হতে না পারি, তাহলে হয়তো পরবর্তী সময় সন্তান দত্তক (অভিভাবকত্ব) নেব। শারীরিক জটিলতার মধ্যে মা হতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম একটা অর্জন। জীবন নিয়ে নতুন করে উপলব্ধি হলো। আমার মতো অসুস্থতা নিয়ে খুব কম মেয়েই মা হতে পারেন। এটা চিকিৎসকদেরও অবাক করেছে।’