গাজা উপত্যকা ও ইসরায়েলে সম্ভাব্য যুদ্ধাপরাধের আলামত পরীক্ষায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সহযোগিতা করেছেন মানবাধিকার আইনজীবী অমল ক্লুনি। এর ভিত্তিতেই ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে অমল ক্লুনি এসব কথা বলেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও শীর্ষ হামাস নেতাদের বিরুদ্ধে আইসিসিতে করিম খানের আবেদনের দিনই বিবৃতিটি দিয়েছেন ক্লুনি। গতকাল সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।