রপ্তানিকারকদের কেউ কেউ রপ্তানি করা পণ্যের আয় সময়মতো দেশে আনছেন না। এ জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছিল, রপ্তানি আয় যখনই দেশে আসুক না কেন, যে সময়ে আয় দেশে আসার সময় ছিল, সে সময়ের ডলারের দাম অনুযায়ী মূল্য পাবেন রপ্তানিকারক। এখন আবার সেই সিদ্ধান্ত বদলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যখন রপ্তানি আয় আসবে, তখনকার ডলারের দামেই মূল্য পাবেন রপ্তানিকারক।
বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে যে কেউ পুরোনো আয় দেশে আনলেও এখনকার ১১৭ টাকা ৫০ পয়সা দামে রপ্তানি আয় পাবেন।