জলবায়ু পরিবর্তন (Climate Change) নিয়ে বিশ্বের সব দেশের সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ একমত হয়েছে যে, গভীরভাবে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। গরমের সময় প্রচণ্ড গরম আর শীতকালে হাড় কাঁপানো শীত পড়লে সবাই বলা শুরু করে জলবায়ু পরিবর্তনের ফল।
তাইতো, একাডেমিক আলোচনায় জলবায়ু পরিবর্তন একটি অন্যতম আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ কথায় জলবায়ু পরিবর্তন বলতে জলের আর বায়ুর পরিবর্তন বোঝানো হয়। অর্থাৎ, স্বাভাবিকের তুলনায় জলের হেরফের হলে বন্যা হয়, প্লাবিত হয় জনবসতিসহ সবকিছু। একে জলবায়ু পরিবর্তনের ফল বলে থাকি।