স্কোয়াডের খেলোয়াড়দের সম্পর্কে যেমন ধারণা হাথুরুসিংহের

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১১:২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মিশনে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থান করছে বাংলাদেশ। মূল আসরের আগে স্বাগতিক দলের সঙ্গে খেলবে তিন ম্যাচের সিরিজ। বড় আসরের আগে বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজের দলের খেলোয়াড়দের সম্পর্কে দিয়েছেন বিশদ মত।


বিসিবির প্রকাশিত ভিডিওতে প্রতি খেলোয়াড়ের গুণের কথা, দক্ষতার কথা বর্ণনা করেছেন,  প্রকাশ করেছেন প্রত্যাশা।


নাজমুল হোসেন শান্ত


শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। 


তাসকিন আহমেদ


তাসকিন খুব আবেগী মানুষ। সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয়।


লিটন দাস


লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও।


সাকিব আল হাসান


খেলাটার কিংবদন্তি। আমরা সবাই জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ তার শ্রেষ্ঠ আসর হবে আশা করি। তিন বিভাগেই অবদান রাখবে। 


মাহমুদউল্লাহ


মাহমুদউল্লাহ দলের সম্ভবত স্পিরিট। সে দলের মধ্যে স্থিরতা নিয়ে আসে। সে যখন বলে সবাই শুনে। তার মাথা পরিষ্কার। 


সৌম্য সরকার


সৌম্য সহজাত প্রতিভা। আমার মনে হয় সামর্থ্য অনুযায়ী সে কম পারফর্ম করেছে। তার সেরার কিছু ঝলক আমরা পেয়েছি। তিন সংস্করণেই অবদান রাখতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us