বিসিবি থেকে নিয়োগ নিশ্চিত হওয়ার পরই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ১ মার্চ থেকে প্রধান নির্বাচকের নিয়োগ কার্যকর হলেও প্রাক প্রস্তুতি হিসেবে কোচের সঙ্গে বার্তা বিনিময় হচ্ছে তাঁর। অর্থাৎ অলিখিতভাব কাজ শুরু করে দিয়েছেন লিপু। এ থেকে একটা জিনিস পরিষ্কার, প্রধান নির্বাচকের সঙ্গে কোচের বোঝাপড়া ভালো হলেও হতে পারে। সম্পর্কের ভিত মজবুত করতে কোচ নিজে থেকে ছাড় দিতে পারেন। কারণ লিপু সম্পর্কে তাঁকে পরিষ্কার একটা ধারণা দেওয়া হয়েছে বোর্ড থেকে।
প্রথম মেয়াদে দল নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়া নিয়ে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন হাথুরুসিংহে। নির্বাচক কমিটির সদস্য হিসেবে নির্বাচক প্যানেলের মাথার ওপর বসেছিলেন তিনি। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশাররা ২০ থেকে ২২ জন ক্রিকেটারের একটা তালিকা করতেন, সেখান থেকে নির্বাচক কমিটির সভায় চূড়ান্ত হতো স্কোয়াড। হাথুরুসিংহের বিদায়ের মধ্য দিয়ে দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচক প্রক্রিয়াও বিদায় নেয় ২০১৭ সালে।