একদিনের ব্যবধানে দেশে কমে এসেছে তাপপ্রবাহের বিস্তার, সেই সঙ্গে সামনের সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার যেখানে সারাদেশেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেখানে শুক্রবার দাবদাহ বইছে ৫৩ জেলায়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২২/২৩ তারিখের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। উপকূলে আঘাত হানবে কিনা বা কতটুকু হবে এখনো বলা যাচ্ছে না, তৈরি হওয়ার পর বিস্তারিত বলা যাবে।”