গাজার উত্তরাঞ্চলে পুনরায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের ট্যাঙ্কগুলোকে বৃহস্পতিবার উত্তর গাজার জাবালিয়ার প্রাণকেন্দ্র ঢুকতে দেখা গেছে। যেখানে তাদের হামাসের ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মর্টার বোমার মোকাবেলা করতে হয়েছে। অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় আর অগ্রসর না হলেও তীব্র আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ।
সাত মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে এ যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। কিন্তু সর্বাত্মক এই যুদ্ধে নিজেদের পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেও ইসরায়েলি বাহিনী প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের গাজা অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করে আনা। যে লক্ষ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে পুরোপুরি ব্যর্থ বলা চলে।