পেশাদার ফুটবলের বাইরে যে এনগোলো কান্তে আছেন তা নয়। সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলছেন তিনি। তবে ফ্রান্সের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন ২০২২ সালের জুনে। ২০২৪ ইউরো দিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন কান্তে।
ফ্রান্স ২৫ সদস্যের ইউরো দল ফ্রান্স ঘোষণা করেছে গত রাতে। চোটে পড়ায় এক সময় অনিয়মিত হয়ে পড়েন কান্তে। ইউরোপের চেলসি ছেড়ে পাড়ি জমান সুদূর সৌদি আরবে। ইউরো দলে কান্তের ফেরা নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ফ্রেঞ্চ টিভিতে বলেন, ‘সে পূর্ণ মৌসুম খেলেছে। যদিও সে ইউরোপে ছিল না। কারণ সে বর্তমানে সৌদি আরবে আছে। সে পূর্ণ ফিটনেসে ফিরেছে। তার যে অভিজ্ঞতা, তাতে আমি সন্তুষ্ট যে এনগোলো কান্তেকে নিয়ে ফ্রান্স আরও শক্তিশালী হবে।’ কান্তের সঙ্গে মাঝমাঠের আক্রমণে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি। আরও থাকছেন পিএসজির ১৮ বছর বয়সী ওয়ারেন জায়ের-এমেরি। যদিও তার স্কুল পরীক্ষা এখনো বাকি রয়েছে। দলে সুযোগ পেয়ে এমেরি বলেন, ‘তালিকায় থাকতে পেরে ভালো লাগছে। ফ্রান্সের জার্সিতে এটা অন্যতম সেরা এক প্রতিযোগিতামূলক ফুটবল। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গৌরবের। ফুটবলে মনোযোগী হতে আমাকে সেপ্টেম্বরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।’