কোমরব্যথা কিডনি নাকি মেরুদণ্ডের সমস্যার কারণে

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৭:০৫

মেরুদণ্ডের ডিস্ক প্রোলাপ্স কোমরব্যথার অন্যতম কারণ। জীবনে কোমরব্যথা হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এ ব্যথা অনেক কারণেই হয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশের বেশি কোমরব্যথার প্রধান কারণ প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক (পিএলআইডি)।


আমাদের মেরুদণ্ড থরে থরে সাজানো কাশেরুকা বা ভার্টিবা দিয়ে তৈরি। দুটি কশরুকার মাঝখানে একধরনের কার্টিলেজ (তরুণাস্থি) থাকে; যা শক্ত না, আবার নরমও না। অনেকটা পিচ্ছিল ও জেলি টাইপের। একে ডিস্ক বলা হয়।


অনেক সময় আঘাতের কারণে বা হাড়ক্ষয়ের কারণে এই ইন্টারভার্টিবাল ডিস্ক বেরিয়ে আশপাশের নার্ভ, স্পাইনাল কর্ডে চাপ দেয়। ফলে কোমরব্যথা শুরু হয়। অনেক সময়ে এ ব্যথা পায়ের পেশি পেরিয়ে নিচ পর্যন্ত চলে যায়। এতে পা ঝিনঝিন করে, অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে এবং হাঁটতে গেলে বেশি কষ্ট হয়। কখনো আবার রোগী বসতে পারে না। মাঝেমধ্যে দেখা যায়, রোগী কোমর বাঁকা করে এক দিকে হেলে হাঁটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us