রংপুরে একই দিনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মসূচি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১৭:১৯

রংপুর জিলা স্কুল মাঠে আগামী শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে একই দিন বিকেলে জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে।


হঠাৎ একই দিনে দুই দলের কর্মসূচিকে ঘিরে নগরজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দুই পক্ষের মাঝে এদিন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন নগরবাসী। যদিও গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।


জানা গেছে, গত রোববার (৩ নভেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্পর্কে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদ সদস্য মো. হানিফ খান সজীব। সেই সঙ্গে ক্ষমা প্রার্থনাসহ বক্তব্য প্রত্যাহার করে না নিলে রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির বিরুদ্ধে গণবিপ্লব এবং আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us