দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম সাই পল্লবী। দক্ষিণী এই অভিনেত্রী সাবলীল অভিনয় ও বহুমুখী প্রতিভা দিয়ে ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন। ধীরে ধীরে নিজের কাজ দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন সাই পল্লবী। ক্যারিয়ার শুরু থেকে বেশ কিছু বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তিনি এনজিকে সিনেমাতে সুরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন। এই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সিনেমাটি বেশ ব্যবসা সফল ছিল।
তবে এত বছর পর আবার আলোচনায় এসেছি সিনেমাটির নাম। কারণ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, তিনি সিনেমাটিতে অভিনয় করতে চাননি। বরং এনজিকে ছাড়তে চেয়েছিলেন।
সাই পল্লবী কেন এনজিকে ছাড়তে চেয়েছিলেন?
বিহাইন্ডউডসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, যখন তিনি প্রথম এনজিকের সেটে এসেছিলেন, তখন তিনি বেশ অস্বস্তি বোধ করেছিলেন। কারণ তিনি সংকোচে ছিলেন, সুরিয়ার সঙ্গে ভালো করতে পারবেন কিনা।
তিনি বলেন, এমনকি পরিচালক সেলভাও নিশ্চিত ছিলেন না, সাই পল্লবী ভালো করতে পারবেন কিনা।
তার ভাষ্য, 'শুটিংয়ের প্রথম দিনগুলোতে তিনি নিজেকে এক প্রকার হারিয়ে ফেলেন। পরে দক্ষিণের আরেক অভিনেতা তার পাশে দাঁড়ান।'