“ওয়াসার পানিতে এখনও তীব্র দুর্গন্ধ। খাওয়া যায় না, রান্নায়ও ব্যবহার করা যায় না। সরবরাহ কিছুটা বেড়েছে। পানির মানে কোনো পরিবর্তন হয়নি।”
হতাশা আর ক্ষোভের কথা বলছিলেন রাজধানী ঢাকার জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান, যিনি ২০১৯ সালের ২৩ এপ্রিল বিশুদ্ধ পানির দাবি নিয়ে স্ত্রী-সন্তানসহ দাঁড়িয়েছিলেন ঢাকা ওয়াসার সামনে।
বছরের পর বছর পাইপলাইনে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের প্রতিবাদে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে জুরাইনের পানি দিয়ে বানানো শরবত খাওয়াতে চেয়েছিলেন তিনি।
মিজানুরের প্রতিবাদ সে সময় আলোচনার জন্ম দিয়েছিল। এরপর কেটে গেছে পাঁচটি বছর। বদলে গেছে রাজধানীর অনেক এলাকার চেহারা। শুধু বদলায়নি জুরাইনে সরবরাহ করা ওয়াসার পানির গুণমান।