‘একটা মূল্যস্ফীতির চাপ রয়েছে। সেজন্য একটু সংকোচনমূলক বাজেট হওয়া বাঞ্ছনীয়। নতুন প্রকল্পে আপাতত বিনিয়োগ না করা। কারণ সেটা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে। আর সরকারি বিনিয়োগের গুণগতমান যতটা বাড়ানো যায়, যাতে উৎপাদশীলতা বাড়ে। মূল্যস্ফীতি সামনে রেখে আগামী বাজেট প্রণয়ন করার চিন্তা-ভাবনা করতে হবে।’
বলছিলেন রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত। আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেট নিয়ে সম্প্রতি জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন এই অর্থনীতিবিদ। জানিয়েছেন, আগামী বাজেট সংকোচনমূলক করতে হবে। নতুন করে টাকা ছাপানো যাবে না। নতুন প্রকল্প হাতে নেওয়াও উচিত হবে না। টাকা যাতে উৎপাদশীল খাতে বেশি ব্যয় হয়, সেজন্য অগ্রাধিকার ঠিক করতে হবে। সাক্ষাৎকারটি নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন।