গত এপ্রিলে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন চামারি আতাপাত্তু। নারীদের ওয়ানডেতে যা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড ছিল। এবার শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন করার পথে আরেকটি শতরানের ইনিংস খেললেন লঙ্কান এই তারকা ক্রিকেটার। সেই সঙ্গে সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়লেন।
আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দলের ৮ টি চূড়ান্ত হয়েছিল আগেই। বাকি দুই দল নিশ্চিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে। যেখানে আয়ারল্যান্ডকে হারিয়ে স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট কাটে। গতকাল কোয়ালিফায়ারের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে লঙ্কান মেয়েরা।