নাটকের মান নিয়ে প্রশ্ন নানা সময়ে ওঠে। মানহীন নাটকের কারণে দর্শকেরা দেশের টেলিভিশন চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এমন কথাও শোনা যায়। এবার পড়তি মান, নিম্নমানের গল্প, অভিনয়, অত্যধিক বিজ্ঞাপন বিরতির পাশাপাশি যোগ হয়েছে নতুন বিরক্তি—উদ্ভট নাম। নাটকগুলোর এমন নাম শুনে বিভিন্ন সময়ে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেন নাট্যজনেরা। অনেকে নাটকের এমন উদ্ভট ও অরুচিকর নামকরণকে পরিচালকদের সৃজনশীলতা ও শিক্ষার অভাবকে দায়ী করছেন।
নাটকের উদ্ভট নামের অভিজ্ঞতা দেশের নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমেরও হয়েছে। ‘বিরসকাব্য’ নামের একটি নাটকের শুটিং করলেও প্রচারের সময় দেখেন এটির নাম ‘বউয়ের জ্বালা’! তিনি বলেছেন, ‘নাটকের অধিকাংশ নামই এখন ভালো না।’