বাংলাদেশের বাজারে নতুন ল্যাপটপ আনছে গ্লোবাল ল্যাপটপ ব্র্যান্ড আসুস। জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ নামে এটি আসবে। আলট্রা প্রিমিয়াম ও আল্ট্রা পোর্টেবল ল্যাপটপটি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা দেবে বলে দাবি কোম্পানির। যেকোনো সময়, যেকোনো স্থানে অর্থাৎ অন দ্য গো লেভেলের ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আসুসের এ ল্যাপটপ। এর অন্যতম একটি ফিচার হলো দুটি ডিসপ্লে, যার প্রতিটি ১৪ ইঞ্চি। দুটি ডিসপ্লেই ১২০ হার্টজের ওএলইডি টাচস্ক্রিন ফিচারের।
আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ বিশ্বের প্রথম ডুয়াল স্ক্রিন সেটআপ। এর ডিসপ্লেতে থ্রিকে রেজল্যুশন দেয়া হয়েছে, যা ব্যবহারকারীদের দেবে দারুণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ল্যাপটপটিতে ওয়্যারলেস ব্লুটুথ কিবোর্ড ও টাচপ্যাড ফিচার রয়েছে। চাইলে এর কিবোর্ড আলাদা করা যাবে।