শিরোপা লড়াইয়ে অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল আগেই। তার পরও সম্ভাবনা যেটুকু ছিল, সেখানে বড় ধাক্কা হয়ে এলো এভারটনের বিপক্ষে হার। ইয়ুর্গেন ক্লপ এখন উপলব্ধি করতে পারছেন বাস্তবতা। লিভারপুল কোচকে মনে হলো একদমই বিধ্বস্ত। কণ্ঠে রাজ্যের হতাশা নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন যে মোড়ে, শীর্ষে থাকা তিন দলের জন্য প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্ট মহামূল্যবান। সেখানেই বুধবার নিজেদের সম্ভাবনায় কুঠারাঘাত করেছে লিভারপুল। এভারটনের মাঠে তারা হেরে গেছে ২-০ গোলে।