তীব্র তাপপ্রবাহের মধ্যেও ঘন ঘন লোড শেডিংয়ে নেত্রকোণায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে।গ্রাহকরা অভিযোগ করেছেন, সেখানে গড়ে প্রতিদিন প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।
অপরদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, শহরের অর্ধ লক্ষাধিক গ্রাহকের প্রায় ২৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ আছে ১৫ মেগাওয়াটের মত। এ কারণে লোড শেডিং করতে হচ্ছে।