রানা প্লাজা: কাঁদলেন শ্রমিকরা, চাইলেন ক্ষতিপূরণ আর ন্যায়বিচার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৭:২৩

ভয়াবহ এক দুর্ঘটনায় স্বজন হারানো আর ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরার ১১ বছর পরও সেই স্মৃতি স্মরণ করে কাঁদলেন সাভারের রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।


তপ্ত রোদে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে যখন রানা প্লাজা ধসের স্মৃতি আর স্বজন হারানোর কথা বলছিলেন, চোখের জল ধরে রাখতে পারেননি কেউ।


স্বজন হারানোর বেদনা আর পঙ্গুত্ব নিয়ে হাহাকার জীবনের আর্তনাদই কেবল শোনা যাচ্ছিল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।


মর্মান্তিক সেই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার ব্যয়ে যারা সর্বস্বান্ত, সেই পোশাক শ্রমিকরা বুধবার প্রেস ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন মানববন্ধনে।


শ্রমিকরা বলছিলেন, রানা প্লাজা ধসের পর থেকে প্রতি বছরই তারা এমন মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে আসছেন। কিন্তু এখনো তারা প্রতিশ্রুত ক্ষতিপূরণ পাননি। সেইসঙ্গে ১১ বছরেও মামলার বিচার শেষ হয়নি। কিন্তু দীর্ঘ এই সময় ধরেই স্বজন হারিয়ে, পঙ্গুত্ব নিয়ে অর্থাভাবে অনাহারে তাদের দিন কাটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us