আগামী ২৮ এপ্রিল থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মেয়েরা। সে উপলক্ষ্যে সফরকারীরা আজ (মঙ্গলবার) দুপুরে সিরিজের ভেন্যু শহর সিলেটে এসে পৌঁছেছে। এবার প্রথমবারের মতো দল দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে পাঁচ ম্যাচের সিরিজে মোকাবিলা করবে।
২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম টি-টোয়েন্টি। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, রাতের আলোয়। এরপর ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যা ৬টায়।