ড. কামাল হোসেন এবং ইতিহাসে তাঁর স্থান

প্রথম আলো এম এম খালেকুজ্জামান প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৮:১৫

আমরা যারা কম-বেশি দেড় দশক হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করছি, তাদেরও সৌভাগ্য হয়েছে তাঁকে দেখার। সহযোগীবেষ্টিত হয়ে ধীর কিন্তু দৃপ্ত পায়ে যখন আদালতের দীর্ঘ করিডর দিয়ে হেঁটে যান, তখন মনে হয় হেঁটে যাচ্ছেন একজন ইতিহাসের সাক্ষী (আসলে ইতিহাসের নির্মাতাদের একজন)।


কোর্ট রুমে যখন জটিল সাংবিধানিক প্রশ্নের কোনো ‘ইলাস্ট্রিয়াস’ সাবমিশান দেন, তখন মনে হয় সংবিধান নামক জাতির অভিজ্ঞানগ্রন্থের কোনো সরল পাঠ নিচ্ছেন সেই সংবিধানের প্রধান রচয়িতা স্বয়ং। আমাদের জন্য এ এক অভিজ্ঞতা বটে। এমন একজন মহান ব্যক্তির সম্মানে লিখতে কোনো উপলক্ষের প্রয়োজন নেই, তারপরও এমন ক্ষণজন্মার জন্য জন্মদিন একটা উপলক্ষ বৈকি আজ। তাঁর ৮৭তম জন্মদিন। অভিবাদন মায়েস্ত্রো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us