জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। অনেকদিন আগেই গুগলে যুক্ত হয়েছে এআই সুবিধা। গুগলের এআই ফটো এডিটিং সুবিধা এতদিন গুগল পিক্সেল ব্যবহারকারীরা পাচ্ছিলেন। এবার এটি গুগলের সব ব্যবহারকারীরা পাবেন।
যারা ফোনে ফটো এবং ভিডিও সেভ করতে গুগল ফটোসের উপর নির্ভর করেন, তাদের গুগল এআই-ভিত্তিক ফটো এডিটিং ফিচার অফার করবে। এই ফিচারগুলো ব্যবহারের জন্য ৮.০ বা তারও বেশি ভার্সনের একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং আইফোন ব্যবহারকারীদের জন্য, আইওএস ১৫ বা তারও পরবর্তী আপডেট প্রয়োজন হবে।