হাসপাতালের বি ব্লক তখন ধোঁয়ায় আচ্ছন্ন। অসুস্থ বাচ্চাদের নিয়ে স্বজনদের ছুটোছুটিতে নিচতলায় বিশৃঙ্খল পরিবেশ। সবার চোখে মুখে আতঙ্ক, উদ্বেগ।
এর মধ্যে কাঁধে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন মোহাম্মদ শাহজাহান। ছুটতে ছুটতেই বললেন, তার ভাইয়ের মেয়ে চার তলায় ছিল। আগুন লাগার পর তাকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হাসপাতালের অক্সিজেনের সরবরাহ লাইন আগুন লাগার পর বন্ধ হয়ে গেছে। কিন্তু শিশুটির অক্সিজেন দরকার।