জলীয় বাষ্প বাড়াবে গরমের তীব্রতা, আজও বৃষ্টি-বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৩:১৩

ঢাকায় মঙ্গলবার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাস অনুসারে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী অন্তত দুই দিন গরম বেশি অনুভূত হবে এবং অস্বস্তি বাড়বে।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাতাসের দিক কিছুটা বদলে গেছে। এখন দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে বাতাস আসছে। যে কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে।'


অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয়টি জেলায় তীব্র ও ৪২টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


এর মধ্যে রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


এছাড়া, মৌলভীবাজার, রাজশাহী বিভাগের সাত জেলা ও খুলনা বিভাগের সাত জেলা এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us