গ্রাহকের জন্য নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। পি সিরিজের আসন্ন এ স্মার্টফোন ক্রয়ে এরই মধ্যে গ্রাহকদের প্রি বুকিংয়ের সুবিধাও দিচ্ছে কোম্পানিটি। খবর রয়টার্স।
২০২৩ সালে কোম্পানিটি মেট৬০ সিরিজের সঙ্গে প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে ফিরে আসে। এ সিরিজটি চালু হওয়াকে মার্কিন নিষেধাজ্ঞার ওপর বিজয় হিসেবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রচার করেছিল। অন্যদিকে দেশটিতে অ্যাপলের আইফোন বিক্রি বন্ধের পদক্ষেপ হিসেবেও একে দায়ী করা হয়েছিল।